Thursday, 26 March 2015

একাত্তরের মার্চ

২০১৫ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে, মাহতাব চৌধুরী

মার্চ ২৬, ২০১৫

একাত্তরের মার্চ

হৃদয়ের নিভৃত পল্লীতে কেঁদে ফিরে এক আশা
কবে আসবে ফিরে একাত্তরের সেই মার্চ,
২রা মার্চের সেই রৌদ্র করোজ্জ্বল সকাল
কলা ভবনের পশ্চিম আঙ্গিনায় যখন আমরা ছিলেম এক
এক জাতি, এক জনতা, একই পতাকার নীচে অপ্রতিরোধ্য স্ফুলিঙ্গ
ছিলনা গুগল ফেইসবুক সমাচার, ছিল প্রান স্পন্দনের অভেধ্য বন্ধন
ছিলনা দামী জুতোর্ চকচকে আস্ফালন, ছিল আমাদের নগ্ন পায়ের বলিষ্ঠ চলা

-- মাহতাব চৌধুরী

No comments:

Post a Comment